| সকাল ১০:২৩ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বর্তমান সরকারের মেয়াদেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে …সালাহ্‌উদ্দিন আহমেদ মুক্তি এম,পি

 

মুক্তাগাছা থেকে সিরাজুল হক সরকার: ১১ অক্টোবর ২০১৫, রবিবার,

ময়মনসিংহ- ৫, মুক্তাগাছা আসনের এমপি ও তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সালাহ্‌উদ্দিন আহমেদ মুক্তি বলেছেন আগামী তিন বছরের মধ্যে মুক্তাগাছা কোথাও বিদ্যুতের সমস্যা থাকবে না। সেই সাথে বর্তমান সরকারের মেয়াদেই দেশের প্রত্যেক এলাকায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। সরকার এবং সংসদের বিরোধী দল মিলে বিদ্যুৎ সমস্যা সমাধানে ব্যাপক কাজ করছে উলেস্নখ করে তিনি বলেন, জনগণকে বিদ্যুৎ দিবে সরকার। বিদ্যুতের সংযোগ পেতে নির্ধারিত ফি বাদে বাড়তি কোন টাকা না দিতে তিনি গ্রাহকদের সতর্ক করেন।  রবিবার বিকালে উপজেলার প্রত্যন্ত এলাকা দুল্লা ইউনিয়নের গদুর মোড়ে জনগণের সাথে মত বিনিময় কালে এসব কথা বলেন। উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী জাতীয় পার্টি বর্তমান সরকারের সাথে থেকে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে উলেস্নখ করে তিনি জনগণকে জাপার রাজনীতির সাথে শরীক হবার আহ্বান জানান। মত বিনিময় সভায় হাজী এরশাদ আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান অতুন, জাপার যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আকন্দ প্রমুখ। এ সময় জনগণের মধ্য থেকে মাননীয় সংসদ সদস্যকে বিভিন্ন প্রশ্ন করা হলে তিনি তার সন’ষজনক উত্তর দেন।

 

সর্বশেষ আপডেটঃ ৯:৩৮ অপরাহ্ণ | অক্টোবর ১১, ২০১৫