| দুপুর ১২:৫২ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে বিলের আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ১০

বাজিতপুর সংবাদদাতাঃ  ১১ অক্টোবর ২০১৫, রবিবার,
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর একটি বিলে মাছ ধরাকে কেন্দ্র করে মোঃ আমিরুল হক উরফে আমরুদ মিয়ার বাড়িতে আজ রবিবার ভোর রাত ৩টায় দিকে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলে মোঃ আমিরুল হক উরফে আমরুদ (৭০) খুন  ও ৪ জন আহত হয় ।  আবু কালাম, দুলু মিয়া, কুসুম মিয়া, ফুটন মিয়া, নিকুল, মুকুলসহ ১০-১৫ জন লোক দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলে মোঃ আমিরুল হক উরফে আমরুদ (৭০) খুন হয়। প্রতিপক্ষ উজ্জল মিয়া(৩০), নিকুল মিয়া(২২), তানজিল মিয়া(২০), দিদার মিয়া(২০) গুরুতর আহত অবস্থায় জহুরম্নল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রতিপক্ষ উজ্জল মিয়ার অভিযোগ, তারা  রবিবার রাত আড়াইটার দিকে বিলে মাছ ধরতে গেলে আমরুদ মিয়ার লোকজন তাদের উপর অর্তকিতভাবে হামলা চালালে ৪ জন আহত হয়। নিহত আমরুদ মিয়ার ছেলে বশির মিয়া জানান, গত ৩ বছর আগে জমি নিয়ে উজ্জল মিয়া ও তাদের লোকজনের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ হয়। তখন উজ্জল মিয়া ও তার লোকজনদের হামলায় তিনি পঙ্গু হয়ে যান।  রবিবার সকালে বাজিতপুর থানার সার্কেল মৃত্যুঞ্জয় দে সজল, বাজিতপুর থানার ওসি শেখ মোঃ মুস্তাফিজুর রহমান ঘটনাস’ল পরিদর্শন করেন। নিহত মোঃ মোঃ আমিরুল হক উরফে আমরুদ মিয়ার লাশ ময়না তদনেত্মর জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট লেখা পর্যনত্ম থানায় হত্যা মামলার প্রসত্মুতি চলছে।

সর্বশেষ আপডেটঃ ৬:১২ অপরাহ্ণ | অক্টোবর ১১, ২০১৫