| দুপুর ১২:১৬ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

‘আওয়ামী লীগের বিদায়ের অপেক্ষায় আছি’

স্টাফ রিপোর্টার | ১১ অক্টোবর ২০১৫, রবিবার,
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আওয়ামী লীগ কখন বিদায় হবে সে অপেক্ষায় আছি। কারও মুখে আওয়ামী লীগের প্রশংসা নেই। সবাই চায় আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাক। আজ সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিদেশী নাগরিকদের নিরাপত্তা প্রসঙ্গে এরশাদ বলেন, বিদেশীদের রেড এলার্ট লজ্জাজনক। বিদেশীদের নিরাপত্তায় বিজিবি মোতায়েনকে অশুভ লক্ষণ বলেও ইঙ্গিত করে তিনি বলেন, এর মাধ্যমে স্বস্তি ফিরে আসবে না। দেশে কোনো গণতন্ত্র নেই দাবি করে সাবেক এই স্বৈরশাসক বলেন, এটা কিসের গণতন্ত্র। এটা প্রাণহীন গণতন্ত্র। দেশে নিরাপত্তা নেই, সুশাসন নেই। প্রশাসনে দলীয়করণ প্রসঙ্গে এরশাদ বলেন, দলীয়করণ করে দেশকে মেধাশূন্য করে দেয়া হচ্ছে। জাতীয় পার্টি ক্ষমতায় থাকতে কোনো দলীয়করণ করেনি। আমি সুশাসন প্রতিষ্ঠার জন্য আরও একবার ক্ষমতায় আসতে চাই।

সর্বশেষ আপডেটঃ ৫:০৯ অপরাহ্ণ | অক্টোবর ১১, ২০১৫