| সকাল ৭:৪৯ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভালুকায় বনবিভাগের ৫৫ উপকারভোগীকে ৭০লক্ষ টাকার লভ্যাংশের চেক বিতরণ

মোঃ ফিরোজ খান, ভালুকা থেকে ॥ ৩ অক্টোবর ২০১৫, শনিবার

ময়মনসিংহের ভালুকায় উপজেলার আংগারগাড়া বিটের অধীনে বনবিভাগের জমিতে ২০০২-০৩ সালে সামাজিক ভাবে সৃজিত উটলড বাগানের লভ্যাংশের টাকা উপকারভোগেী কৃষকদের মাঝে বিতরণ করা হয়।  শনিবার উপজেলার আংগারগাড়া বন বিট অফিস প্রাঙ্গনে ৫৫জন উপকারভোগীর মধ্যে প্রায় ৭০ লক্ষ টাকার লভ্যাংশের চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম আমানউল্যাহ।
ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস-ফার সভাপতিত্বে ডাকাতিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুন অর রশিদের পরিচালানায় এ অনুষ্ঠানে এসময় উপসি’ত ছিলেন কৃষকলীগ, কেন্দ্রীয় কৃষকলীগ সহসভাপতি এড. আশরাফুল হক জর্জ, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা শ্রী গোবিন্দ রায়, ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকউজ্জামান লস্কর, সহকারী বন সংরক্ষক জিএম রফিক আহমেদ, রেঞ্জ কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষকলীগ সভাপতি হাজী আঃ রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আঃ জলিল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজীব, স’ানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামছুল হক মনির, সামাজিক বনায়ন ব্যবস’াপনা কমিটির সভাপতি অধ্যাপক আতাউর রহমান কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার হাজী বিল্লাল, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল হোসেন পাঠান ও বন বিট অফিসার শাহ আলম প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৯:৪০ অপরাহ্ণ | অক্টোবর ০৩, ২০১৫