| রাত ১১:২৮ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সালাউদ্দিন কাদের ও মুজাহিদের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

 অনলাইন ডেস্ক,  ৩০ সেপ্টেম্বর ২০১৫, বুধবার,

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের রায়টি ১৯১ পৃষ্ঠার। অন্যদিকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায় ২১৭ পৃষ্ঠার। এখন ১৫ দিনের মধ্যে তারা রায় পুনর্বিবেচনার জন্য আবেদন (রিভিউ) দায়ের করতে পারবেন। রিভিউ আবেদন নিষ্পত্তির পর রায় বহাল থাকলে দন্ডপ্রাপ্ত ব্যক্তির প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার পথ খোলা থাকবে। তারা ক্ষমা প্রার্থনা করলে ওই আবেদন নিষ্পত্তির পর দন্ড কার্যকর হবে। তবে মানবতা বিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত কোন ব্যক্তি এখন পর্যন্ত প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাননি। আসামীপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জানিয়েছেন, রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার পর তারা রিভিউ আবেদন দায়ের করবেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেছিল গত ১৬ই জুন। বেঞ্চের অন্য সদস্যরা ছিলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। একই বেঞ্চ গত ২৯শে জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করে।

সর্বশেষ আপডেটঃ ৫:৩০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৩০, ২০১৫