| রাত ১১:৩৫ - শুক্রবার - ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ঢাকাস্থ সুসঙ্গ দুর্গাপুর সমিতি‘র ঈদ পুনর্মিলনী ও গুনীজন সম্মাননা

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি।  ২৮ সেপ্টেম্বর ২০১৫, সোমবার,
নেত্রকোনার দুর্গাপুরে ঢাকাস’ সুসঙ্গ দুর্গাপুর সমিতির উদ্দ্যেগে ‘‘দুর্গাপুর উন্নয়ন ভাবনা’’ সম্পর্কিত দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক নের্তৃবৃন্দদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও গুনীজন সম্মাননা ২০১৫ অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায়।
বিরিশিরি ড়্গুদ্র-নৃগোষ্ঠীর মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন বর্ষীয়ান রাজনৈতিক ব্যাক্তিত্ব সাবেক সংসদ সদস্য ও হুইপ এডভোকেট আলহাজ্ব আব্দুল করিম আব্বাসী। সমিতির সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলাম এর সঞ্চালনায় সমিতির সভাপতি মোঃ আব্দুল মান্নান খানের সভাপতিত্বে ‘‘রাজনীতি যারযার, দুর্গাপুর সবার’’ শীর্ষক আলোচনা সভায় ঢাকা টু জারিয়া আনত্মঃনগর ট্রেন, দুর্গাপুরে রেল লাইন সম্প্রসারন, শ্যামগঞ্জ থেকে দুর্গাপুর পর্যনত্ম চারলেন রাসত্মা নির্মান এবং দুর্গাপুর কে জেলা দাবী করে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, আওয়ামীলীগ সভাপতি ওসমান গনি তালুকদার, পৌর মেয়র শ.ম জয়নাল আবেদীন, বিএনপি সভাপতি মোঃ জহিরম্নল আলম ভুইয়া, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা ডাঃ দিবালোক সিংহ, বর্ষীয়ান রাজনীতিবীদ দুর্গাপ্রসাদ তেওয়ারী, অধ্যক্ষ মোঃ শহীদুলস্নাহ খান, উপাধ্যড়্গ রেমন্ড আরেং, আদিবাসী গবেষক রেভাঃ মনিন্দ্র নাথ মারাক, প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়া, সমিতির সংগঠনিক সম্পাদক এডভোকেট সজয় চক্রবর্তী, প্রচার সম্পাদক এস.এম কামরম্নল হাসান জনি প্রমুখ। আলোচনা শেষে সাবেক এমপি মরহুম জালাল উদ্দিন তালুকদার (মুক্তিযুদ্ধ), অধ্যাপক আরজ আলী (শহীদ বুদ্ধিজীবি), দেবেন্দ্র নাথ সান্যাল দুঃখু বাবু স্যার (শিক্ষা) ও ডাঃ অমর নাথ বিশ্বাসকে (চিকিৎসা) মরনোত্তর সম্মাননা সহ আলহাজ্ব আব্দুল করিম আব্বাসী (রাজনীতি), ডাঃ দিবালোক সিংহ (সমাজসেবা), মোঃ মোহন মিয়া (সাংবাদিকতা), কুমুদিনী হাজং (নারী নেত্রী), আব্দুল মান্নান খান (নারী শিক্ষা), হারম্নন অর রশীদ (সফল ব্যাবসায়ী), ফিরোজ সরকার (উপজেলার প্রথম ব্যারিষ্টার), মোঃ রফিকুল ইসলাম রফিক (সংগঠক), সজয় চক্রবর্তী (আইনজীবি), মোঃ হানিফ (সফল পিতা), মোঃ আনসার উদ্দীন (সফল কৃষক) কে সহ স’ানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রকে সম্মাননা প্রদান করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৫:২৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৮, ২০১৫