| রাত ১১:৩৫ - শুক্রবার - ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা, থানা ঘেরাও

গফরগাঁও প্রতিনিধি, ২৭ সেপ্টেম্বর ২০১৫, রবিবার,
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঈদের নতুন শার্ট নিয়ে এজাহার (৩৫) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছে। ঘটনাটি ঘটে গত বৃহসপতিবার রাত ৯টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ কান্দাপাড়া গ্রামে। এদিকে গত শনিবার দুপুরে কান্দাপাড়া গ্রামবাসী হত্যাকারীদের বিচার ও গ্রেফতারের দাবীতে গফরগাঁও থানা ঘেরাও করে বিৰোভ করে।
জানা যায়, উপজেলার চরমলন্দ কান্দাপাড়া গ্রামের মাজহারম্নল টেইলার্সে ৫বন্ধু ঈদের জন্য শার্ট বানানোর অর্ডার দেয়। পরে বৃহস্প্রতিবার ঈদের আগের দিন সন্ধায় ৪বন্ধু তাদের বানানো শার্টগুলো নিয়ে যায়। এদিকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে অপর বন্ধু সাদ্দাম হোসেন ৭/৮জন লোক নিয়ে মাজহারম্নল টেইলার্সে গিয়ে ৫টি শার্ট দাবী করে। এ সময় ট্রেইলার্স মালিক মাজহারম্নল তাকে জানায় আপনার ৪বন্ধু ৪টি শার্ট নিয়ে গেছে। এখন শুধু আপনার শার্টটিই রয়েছে। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা শুরম্ন হয়। এক পর্যায়ে মাজহারম্নলের বড় ভাই এজাহার এগিয়ে গেলে সাদ্দাম এজাহারের পেটে ছুরিকাঘাত করে। পরে গুরম্নতর আহত অবস’ায় এজাহারকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে গফরগাঁও থানা পুলিশ হত্যাকারী সাদ্দামের ৩ বন্ধু দ্বীন ইসলাম, বাবু ও শরিফুলকে গ্রেফতার করে।
ঈদের দিন শুক্রবার নিহতের ভাই মাজহারম্নল বাদী হয়ে গ্রেফতারকৃত ৩জনসহ ১০ জনকে আসামী করে গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।
গফরগাঁও থানাও ওসি তোফাজ্জেল হোসেন বলেন, পলাতক আসামী গ্রেফতারে চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেটঃ ৫:৪৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৭, ২০১৫