| সকাল ৯:০৬ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় ১০ কেজির স্থলে ৬ কেজি করে বিজিএফ এর চাউল বিতরণে অভিযোগ: জনমনে ক্ষোভ

 

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ২৩ সেপ্টেম্বর ২০১৫, বুধবার,

মুক্তাগাছায় আজ  বুধবার ৭নং ঘোগা ইউনিয়নের চেয়ারম্যান কামরম্নজ্জামান লেবু ঈদুল আযহা উপলক্ষে সরকার প্রদত্ত গরীবদের মাঝে ১০ কেজি বিজিএফ চাউলের পরিবর্তে ৬ কেজি করে চাউল বিতরণ করে। খবর পেয়ে ঘটনাস’লে স্থানীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি, উপজেলা নির্বাহী অফিসার ড. উম্মে আফসারী জহুরা ও অফিসার ইনচার্জ মুক্তাগাছা থানা আবু মোঃ ফজলুল করিম ঘটনাস’লে যান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বিতরণকৃত চাউল থেকে কয়েকজনের কাছ থেকে চাউল এনে ওজন করে ৬ থেকে সাড়ে ৬ কেজি চাউল পান। বিষয়টি তাৎৰণিক জনগণের মাঝে তীব্র ৰোভের সৃষ্টি হয়। পরবর্তীতে ১০ কেজি চাউল বিতরণ করার নির্দেশ দিয়ে এম,পি ও ইউএনও চলে আসেন। কিন’ আসার কিছুৰণ পরেই পূর্বের অবস’ায় গিয়ে চেয়ারম্যান ৬/৭ কেজি করে চাউল বিতরণ শুরম্ন করে। এ ব্যাপারে উক্ত ইউনিয়নের দায়িত্বে থাকা ট্র্যাক অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম কে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, আমি আসার পূর্বেই স্টক যাচাই ছাড়াই চেয়ারম্যান মনগড়াভাবে নিজ ইচ্ছায় তার নিজস্ব লোক দিয়ে চাউল বিতরণ শুরু করেন। এ ব্যাপারে ইউপি মেম্বার সিরাজুল ইসলাম খান ও লুৎফর রহমান সহ কযেকজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান তারা আসার পূর্বেই চেয়ারম্যান তার নিজস্ব বাহিনী দিয়ে চাউল বিতরণ শুরু করে। এ ব্যাপারে ইউপি সচিব নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ তিনি কোন সদোত্তর দেননি। এলাকাবাসী ইউপি চেয়ারম্যানের বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৩:৪৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৩, ২০১৫