| রাত ১১:৩৫ - শুক্রবার - ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে শিশু সুরক্ষা সাংবাদিকদের দু’দিনের প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার, ২২ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার,
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গ্রেটার ময়মনসিংহ রিজিওনের উদ্যোগে শিশু সুরক্ষা সাংবাদিকদের দু’দিনের প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গ্রেটার ময়মনসিংহ এর রিজিওন্যাল ফিল্ড ডিরেক্টর ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর মিডিয়া রিলেশন কো-অর্ডিনেটর দেবাশীয় চন্দ্র সরকার, প্রশিক্ষণ সাংবাদিকতার নৈতিকতা ও প্রতিবেদন তৈরীর কৌশল নিয়ে আলোচনা করেন টাইম ম্যাগাজিনে করেসপনডেন্ট মো: ফরিদ হোসেন, যমুনা টিভির বিশেষ প্রতিনিধি মহসীন উল হাকিম প্রমূখ । জেলা প্রশাসক ও সভাপতি ময়মনসিংহ প্রেস ক্লাব মুসত্মাকীম বিল্লাহ ফারুকী শিশু সুরক্ষা বাংলাদেশ এর নারী সমাজের উন্নয়নসহ সামাজিক আন্দোলনে রুপান-রিত করতে পারলেই কেবল শিশুর সুরক্ষা সম্ভব হবে। তাই আসুন সকলের সম্মিলিত প্রচেস্টা দিয়ে শিশুর সুরক্ষা করে আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলার আহবান জানিয়েছেন। ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও টাংগাইল জেলায় কর্মরত সাংবাদিকগন এ প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।

সর্বশেষ আপডেটঃ ৯:৫৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২২, ২০১৫