| সকাল ৬:৪৯ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় ডাকাতি নগদ ৯০ হাজার টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:২২ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার,

মুক্তাগাছা ঘোগা ইউনিয়নের বন ঘেষা পারম্নলীতলা গ্রামে গত ১৫ সেপ্টেম্বর/২০১৫ দিবাগত রাত আড়াইটার দিকে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাড়ীর গ্রিল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ীর গৃহকর্তা আজিজুল হক ও তার স্ত্রী নাসিমা খাতুন কে হাত পা বেঁধে ও মুখে কাপড় দিয়ে বেঁধে ফেলে এবং বেধরক মারধর করে। এক পর্যায়ে ঘরের স্টীলের সুকেইজ ভেঙ্গে নগদ ৯০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণ ও মূল্যবান কাপড় চোপড়সহ অন্যান্য মালামাল নিয়ে যায়। ডাকাতের মারধরে গৃহকর্তা জ্ঞান হারিয়ে ফেলে। মালামাল লুট করে নিয়ে যাওয়ার পর তার স্ত্রীর আর্তচিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসে গৃহকর্তা আজিজুল হককে উদ্ধার করে মুক্তাগাছা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে রাত্রেই পুলিশ ঘটনাস’ল পরিদর্শন করে। গৃহকর্তা আজিজুল হক চিকিৎসা শেষে গত ২১ সেপ্টেম্বর/১৫ ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত ওসি মুক্তাগাছাকে এফ.আই.আর হিসাবে গণ্য করার নির্দেশ দেন। উলেস্নখ্য যে, আসামী তোতা মিয়া ও নুরম্নল ইসলামের বিরম্নদ্ধে মুক্তাগাছা থানায় ডলার জালিয়াতিসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। নুরম্নল ইসলামের বিরম্নদ্ধে ইতিপূর্বে কালিবাড়ী বাস স্ট্যান্ডের নিকট থেকে মুক্তাগাছা থানা পুলিশ বিস্ফোরক দ্রব্যসহ গ্রেফতার করে যার মামলা নং- ৩(১১)২০১৩ তাছাড়া মোছলেস, ছফুর উদ্দিন সহ অন্যান্যদের বিরম্নদ্ধে চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৭:৩৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২২, ২০১৫