| রাত ১০:৫৮ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীবরদীতে বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা

শ্রীবরদী প্রতিনিধি ঃ ২১ সেপ্টেম্বর ২০১৫, সোমবার,
শেরপুরের শ্রীবরদী থানার উদ্যোগে বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধ ও আইন-শৃংখলা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার দুপুরে থানা চত্বরে অফিসার ইনচার্জ এস. আলমের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপসি’ত থেকে বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধ ও উপজেলার সার্বিক আইন-শৃংখলা উন্নয়ন কল্পে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, শেরপুরের পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল মোঃ শাহজাহান মিয়া।

sherpur- child marriage picture- 21.09.2015এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক বীর প্রতিবার কমান্ডার জহুরুল হক মুন্সী, শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, আয়শা-আইন উদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ সাদুল্লাহ হোসাইন বিপুল, শ্রীবরদী সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মুকিত মিয়া, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এডিএম শহিদুল ইসলাম, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান আজহার আলী মাষ্টার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, প্রধান শিক্ষক মোজাফফর আলী, শ্রীবরদী প্রেস ক্লাব সভাপতি রেজাউল করিম বকুল, নারী সংগঠক নিলুফা সুলতানা, কাজী আলহাজ্ব আব্দুল হাই, ইমাম মৌলভী মিজানুর রহমান, কলেজ শিক্ষার্থী রাকিবুল ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে শ্রীবরদী পৌরসভার মেয়র আব্দুল হাকিম, ভেলুয়া ইউপি চেয়ারম্যান হামিদুল হক শাহজাহান, যুব সংগঠক হাবিবুর রহমান আরজু, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, সাংবাদিক আব্দুল বাতেন সহ মুক্তিযোদ্ধা, কমিউনিটি পুলিশের সদস্য, সাংবাদিক, ইমাম, কাজী সহ অনেকেই উপসি’ত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক তদন- আবুল কালাম আজাদ।

সর্বশেষ আপডেটঃ ৬:০৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২১, ২০১৫