| বিকাল ৩:৩১ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কালিহাতীতে ছেলের সামনে মাকে দিগম্বর করার ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে মানব্বন্ধন

 

স্টাফ রিপোর্টার, , ১৮ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার, 
টাঙ্গাইলের কালিহাতী উপজেলাায় ছেলের সামনে মাকে দিগম্বর ও নির্যাতন করার ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে মানব্বন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
১৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে শহরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ শাখার ভারপাপ্ত সভাপতি সালেহা হোসেন, সাধারন সম্পাদক মনিরা বেগম অনু, সহ-সাধারন সম্পাদক ফাহমিদা ইয়াসমিন রুনা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ শাখার সভাপতি শেখ সাদ’নুর অপি প্রমুখ এবং যুব ইউনিয়ন, প্রগতী লোক সংঘ, উদীচী, সংগঠনের নেতৃবৃন্দ। এসময় মানববন্ধনে বক্তারা বলেন টাঙ্গাইলের কালিহাতীতে ছেলের সামনে মাকে দিগম্বর করার ঘটনা ও জনতার সাথে পুলিশের সংঘর্ষ হয়ে তিনজন নিহত হওয়া এটা নেক্কারজনক ঘটনা। এ ছাড়াও পুলিশের গুলি, লাঠিপেটা ও কাঁদানে গ্যাসে আহতদের সুচিকিৎসার জন্য দাবী জানান।

সর্বশেষ আপডেটঃ ৯:৩৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৯, ২০১৫