| রাত ১১:৩৪ - শুক্রবার - ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে বাংলাদেশ ব্যাংকের স্কুল ব্যাংকিং এর উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার, ১৮ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার,
বাংলাদেশ ব্যাংক ও ৩২টি ব্যাংকের যৌথ উদ্যোগে বিভাগীয় শহর ময়মনসিংহে অনুষ্ঠিত হলো স্কুল ব্যাংকিং কনফারেন্স । ১৯ই সেপ্টেম্বর শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীর প্রাঙ্গনে স্কুল ব্যাংকিং কনফারেন্স এর উদ্বোধন করেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান সেলিনা হোসেন। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহাফুজুর রহমান, রুপালী ব্যাংকের ডিএমডি দেবাশীষ চক্রবর্তী, বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ শাখার মহাব্যবস্থাপক মোঃ মাহাবুব উল হক।
আলোচনা সভায় জানানো হয় দেশের ৫২টি ব্যাংক স্কুল ব্যাংকিং চালু করেছে। এ ব্যাংক গুলো চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ৮ লক্ষ ৮৬হাজার ছাত্র-ছাত্রীর হিসাব খুলা হয়েছে। স্কুল ব্যাংকিংয়ের আওতায় খোলা এসব হিসাব সঞ্চয় সি’তি দাড়িয়েছে ৮শ ২৩ কোটি টাকা। উক্ত অনুষ্ঠানের ময়মনসিংহের ৩২টি স্কুলের প্রায় ৩২০জন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশ নেয়।

সর্বশেষ আপডেটঃ ৯:১১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৯, ২০১৫