| রাত ১১:৩৪ - শুক্রবার - ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

তারাকান্দায় এসডিএফ’র উদ্যোগে দিনব্যাপী গবাদীপশুর ক্যাম্পেইন

রফিক বিশ্বাসঃ ১৯ সেপ্টেম্বর ২০১৫, শনিবার,
ময়মনসিংহের তারাকান্দা সোশ্যাল ডেভোলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আর্থিক সহায়তা ও চরপাড়া গ্রাম সমিতির উদ্যোগে শনিবার চাড়িয়া গ্রাম সমিতির প্রাঙ্গনে দিনব্যাপী গবাদী পশুর টিকা দান কর্মসূচি পালন করা হয়। তারাকান্দা উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় গরু ও ছাগলের বিনামূল্যে টীকা প্রদান ও কৃমি নাশক ওষধ প্রদান করা হয়। গরু,বাছুর ও ষাড় এর জন্য এ্যানথ্রাক্র (তড়কা) রোগের টীকার পাশাপাশি ছাগলের ইপিপি আর টীকা প্রদান করা হয়েছে । এ কর্মসুচীতে এই কেন্দ্রে ১৫০-২০০ গরুর টীকা এবং ৪০-৫০ টি ছাগলের টীকা প্রদান করা হয় । এ সময় উপজেলা প্রাণি সম্পদ সহকারী কর্মকর্তা আব্দুল কাদের সরকার, এসডিএফ এর সিএফ সুরুজ্জামান, আহসানুল কবির ও সোস্যাল অডিট কমিটির আহবায়ক ললিতা আক্তার উপসি’ত ছিলেন। স’ানীয় ব্যক্তিবর্গ এ উদ্যেগকে বিশেষ ভাবে সাধুবাদ ও ধন্যবাদ জানান। গরীব কৃষকের জন্য এধরনের কর্মসুচী প্রায়শ: অব্যাহত রাখার জন্য স’ানীয়রা আহবান করেন। এসডিএফ সংস’ার জেলা ও উপজেলা কর্মকর্তাগন উপসি’ত থেকে গ্রাম সমিতির সঞ্চয় ঋণ কাযৃক্রমসহ সকল কার্য়ক্রম সষ্ঠুুভাবে পরিচালনার বিষয়ে সহযোগীতা রাখার প্রতি গুরুত্বরোপ করেন। এসডিএফ এর উপজেলা ব্যবস’াপক খন্দকার শহীদুল আলম জানান যে, প্রকল্পের আওতাধীন তারাকান্দা, বালিখা ও গালাগাও ইউনিয়নের সংশ্লিষ্ট সকল গ্রাম সমিতির উদ্যোগে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া গ্রাম পর্যায়ে সদস্যদের প্রশিক্ষন প্রদান এবং হাঁস ও মুরগীর টীকা প্রদানের জন্যও উদ্যোগ নেয়া হচ্ছে ।

সর্বশেষ আপডেটঃ ৭:৩৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৯, ২০১৫