| দুপুর ২:৫৬ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ-শম্ভুগঞ্জ সড়কে বর্জ্য অব্যবস্থাপনার বিরুদ্ধে এলাকাবাসীর মানব্বন্ধন ও সড়ক অবরোধ

 

স্টাফ রিপোর্টার, ১৮ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার, 
ময়মনসিংহ সদর উপজেলার ৬নং চর ঈশ্বরদিয়া ইউনিয়নের ময়লাকান্দা নামক স্থানে পরিবেশ দূষন রোধ কল্পে ও বর্জ্য অব্যবস্থাপনার বিরুদ্ধে ময়মনসিংহ-শম্ভুগঞ্জ সড়ক দুই ঘন্টা অবরোধ করে মানব্বন্ধন করেছে এলাকাবাসী। এসময় ময়মনসিংহসহ শেরপুর, নেত্রকোনা, ও কিশোরগঞ্জ সড়কের বাস, ট্রাকসহ শতশত গাড়ী আটকা পড়ে। এতে গরমে চরম দূর্ভোগে পড়ে শিশুসহ সাধারন যাত্রীরা। ৬নং চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুল আলম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মানব্বন্ধনে বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন, হাবীবুর রহমান হবি, ইদ্রিস আলী টাইগার, সামসু রহমান প্রমুখ। মানব্বন্ধনে ইউপি চেয়ারম্যান মোরশেদুল আলম জাহাঙ্গীর হোসেন বলেন, অত্র এলাকার ময়লা আবর্জনা ফেলা বন্ধ করে অবিলম্বে রাস্তার পাশ থেকে ময়লা আবর্জনা পরিস্কার করতে হবে। ময়লা আবর্জনার জন্য নির্ধারিত জায়গার চারপাশে উঁচু প্রাচীর নির্মাণ করে নির্ধারিত জায়গায় ময়লা ফেলার পর পূর্ণব্যবস্থাপনা করতে হবে। ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা ময়লার দূর্গন্ধ বায়ু দূষন এলাকার জনগনের বসবাসে বিঘ্ন ঘটাচ্ছে। তাই পরিবেশ দূষন ও জনস্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। অনতি বিলম্বে দূর্গন্ধ নিরোধক রাসায়নিক ব্যবস্থা গ্রহন করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জনান তিনি। পরে কোতুয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম ঘটনাস’লে উপসি’ত হয়ে ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলে গাড়ী চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

সর্বশেষ আপডেটঃ ৬:২৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৮, ২০১৫