| রাত ১১:৩৪ - শুক্রবার - ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জে পুলিশ পরিবারের কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

কিশোরগঞ্জ প্রতিনিধি,  ১৮ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার,
কিশোরগঞ্জে পুলিশ পরিবারের কৃতী শিৰার্থীদের সংবর্ধনা ও মেধাভিত্তিক বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা পুলিশ লাইন ড্রিল শেডে কিশোরগঞ্জ পুলিশ নারী কল্যাণ (পুনাক) এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভানেত্রী উম্মে সালমা মুন্নীর সভাপতিত্বে এতে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপসি’ত থেকে কৃতী শিৰার্থীদের হাতে সম্মাননা সনদ ও বৃত্তির নগদ টাকা তুলে দেন।
অনুষ্ঠানে জেলার পুলিশ পরিবারের এসএসসি ও এইচএসসি পরীৰায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিৰার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম মোসৱাইন হোসেন, সদর সার্কেলের সিনিয়র এএসপি খন্দকার ফজলে রাব্বী, সংগঠনের সহ-সভানেত্রী ফারজানা রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জেলার বিভিন্ন থানার ওসিসহ পুনাক সংশিস্নষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপসি’ত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২:০৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৮, ২০১৫