| সকাল ৮:৫১ - বুধবার - ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ পত্রিকা হকার সমিতি ঈদ বোনাস ও পত্রিকা কমিশন বাড়ানোর দাবীতে হকারদের পত্রিকা বিলি ও বিক্রি বন্ধ

স্টাফ রিপোর্টার,১৭ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবারঃ  ময়মনসিংহে পত্রিকা হকার সমিতি পত্রিকা বিক্রির ৩৫% কমিশন ও ঈদ বোনাস এর দাবীতে পত্রিকা বিক্রি ও বিলি বন্ধ রেখেছে। ফলে গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ শহরে কোন গ্রাহক/পাঠকরা জাতীয় ও লোকাল পত্রিকা পড়তে পারেনি। হকারদের দাবী আদায় না হওয়া পর্যন- কোন জাতীয় ও লোকাল পত্রিকা বিক্রি করবে না জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ। পত্রিকা হকার সমিতির সভাপতি আ: ছালাম, সাধারণ সম্পাদক মো: সুরুজ মিয়া, কোষাধ্যক্ষ মো: জাকির হোসেন, সহ সভাপতি মো: সাইফুল, মিন্টু, জুয়েল, আলম, রাজা মিয়া আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। ময়মনসিংহ বুক সেন্টার পত্রিকার মালিক পক্ষের মো: সেলিম আহাম্মেদ, কবির আহাম্মেদ, সিরাজুল ইসলাম হকার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসলেও কোন সমাধান হয়নি।
পত্রিকা হকার সমিতির সভাপতি আ: ছালাম বলেন, ময়মনসিংহ শহরে তিনশত হকার পত্রিকা বিক্রি করে জীবন নির্বাহ করে। অথচ পত্রিকার মালিক হকারদের কাছে কিছু টাকা পাওনা থাকলে হকারদের সাথে খারাপ আচরণ করেন। গ্রাহকদের সাথে অনেক হকার মাসিক পত্রিকা দিয়ে আসে। কিন্তু পত্রিকার বিল নিতে গেলে অনেক সময় টাকা পাওয়া যায়না। আমরা ময়মনসিংহের হকাররা সুন্দরভাবে বাঁচতে চাই। ময়মনসিংহ বুক সেন্টারের মালিকদের কাছে একটিই দাবী প্রতি ঈদে প্রত্যেক হকারদের ঈদ বোনাস ও ৩৫% পত্রিকা কমিশন, একজন হকার ইনে-কাল করলে হকারদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করতে হবে। এর দাবীতে গতকাল ময়মনসিংহ রেলওয়ে বুক সেন্টারে দুই পক্ষেই আলোচনায় বসলে আলোচনায় কোন সমাধান না হওয়ায় হকাররা পত্রিকা বিক্রি বন্ধ রাখে এবং হকারদের দাবী আদায় না পর্যন্ত পত্রিকা বিক্রি বন্ধ থাকবে।
বুক সেনটারের ম্যানেজার আজিজুর রহমান জানান, আলোচনা চলছে আশাকরি রাতেই কোন সমাধান হতে পারে। ।

সর্বশেষ আপডেটঃ ৮:৪৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৭, ২০১৫