| দুপুর ১:০৬ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

অপহৃত শিশু নিজ বাড়িতে! মিথ্যা মামলায় ২ আসামীর ৩৯ দিন কারাভোগ

গফরগাঁও প্রতিনিধি,১৭ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার:  অপহৃত শিশু নিজ বাড়িতে। তারপরেও মিথ্যা অপহরণ মামলায় আসামী আঃ হান্নান রতন ও ইলিয়াস মিয়া ৩৯দিন কারাভোগ করে সমপ্রতি জামিনে বের হন। ঘটনাটি ঘটে গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন লামকাইন গ্রামের এক কৃষক পরিবার। স’ানীয় সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগে হয়রানীর শিকার পরিবার প্রধান এখলাছ সরকার জানান, একই গ্রাম ও বাড়ির নজরুল ইসলামের সাথে জমি সংক্রান- বিষয়ে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে নজরুল তার দলবল নিয়ে এখলাছের বাড়ি-ঘরে হামলা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন এখলাছের বৃদ্ধা মা ও বোন। এ নিয়ে এখলাছ পাগলা থানায় মামলা দায়ের করলে ক্ষুদ্ধ নজরুল প্রতিপক্ষকে ঘায়েল করতে তাদের ৮বছর বয়েসী শিশু সন-ান মইনুল ইসলাম মৃদুলকে অন্যত্র সড়িয়ে রেখে স্ত্রী তসলিমা খাতুনকে বাদী করে গত বছরের জানুয়ারী মাসে পাগলা থানায় একটি শিশু অপহরণ মামলা দায়ের করেন। ঘটনার কিছুদিন পর এলাকার নেতৃস’ানীয় লোকজন এক সালিশ দরবারে বসেন। দরবারে কথিত অপহৃত শিশু মৃদুল হাজির করা হলেও অপহরন মামলা প্রত্যাহারের সিন্ধান- হলেও তা করেননি বাদী। এদিকে পাগলা থানা পুলিশ মামলা এজাহারভূক্ত ২জন অসামীকে গ্রেফতার করলে মামলা প্রত্যাহার হয়নি। সামাজিক দরবারের পর থেকে অপহৃত মৃদুল নিজ বাড়িতে অবস’ান করলেও পুলিশ আসামীদের গ্রেফতারের পর আদালতে চার্জশীট দাখিল করেছে। এ ব্যাপারে মামলার তদন- কর্মকর্তা এসআই রেজাউলের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
দরবারে উপসি’ত মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন জানান, অপহৃত মৃদুলকে দরবারে উপসি’ত করা হয়েছিল।

সর্বশেষ আপডেটঃ ৭:৪৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৭, ২০১৫