| দুপুর ১:০৮ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

জাতীয় পে স্কেলে বৈষম্যের প্রতিবাদে ধোবাউড়ায় শিক্ষক সমিতির স্মারকলিপি

ধোবাউড়া প্রতিনিধি ঃ ১৭ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার,

জাতীয় পে স্কেলে বৈষম্যের প্রতিবাদে বৃহস্পতিবার ধোবাউড়ায় প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামন খানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। সহকারী শিক্ষকদের বেতন ১১ তম গ্রেডে পুননির্ধারণ,সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ করে শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ প্রদান এবং নিয়োগ বিধি সংশোধন করে মহিলা পুরুষ নির্বিশেষে সকলের জন্য নুন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি নির্ধারণসহ ১১ টি দাবি বাসত্মবায়নের জন্য স্মারকলিপি পেশ করা হয়। এসময় উপসি’ত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ সরকার, উপজেলা সহ সভাপতি জেসমিন মির্ধা কল্পনা, বিলকিস আক্তার, মবাবুল মোহন ধর, সাধারন সম্পাদক আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক পুলক দাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক ছায়েদুর রহমান বিশ্বাস, তাহমিনা ইয়াসমিন, হাবিুবুর রহমান, সুদিপ ভাওয়াল, ঝন্টু সাহা, সাইফ উদ্দিন সহ শিক্ষকবৃন্দ।

সর্বশেষ আপডেটঃ ৬:৪৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৭, ২০১৫