| রাত ১১:৩৪ - শুক্রবার - ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ একাধিক মামলার আসামী ও জেএমবি সদস্য মেহিদী হাবিব মোঃ রফিককে আটক করেছে র‌্যাব-১৪

 

স্টাফ রিপোর্টার | ১৭ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার,
বাংলা ভাইয়ের ঘনিষ্ট সহযোগী একাধিক মামলার পলাতক আসামী ও জেএমবি সদস্য মেহিদী হাবিব মোঃ রফিক (৩৮) আটক করেছে র‌্যাব-১৪। গত বুধবার রাত পৌণে ১২ টায় গাজীপুর জেলার জয়দেবপুর থানার বোর্ড বাজার, বটতলা কলমেশ্বর হাজী মতিউর রহমানের বাড়ী থেকে তাকে র‌্যাব গ্রেফতার করে। আটককৃত রফিক জামালপুর সদর থানার ইকবালপুর সরকার বাড়ির কফিল উদ্দিনের ছেলে।

mymensingh  rab-14 pic
র‌্যাব-১৪ এর অধিনায়ক লেঃ কর্নেল এনামুল আরিফ সুমন  আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের কার্য্যালয়ে এক প্রেস ব্রিফিংকালে তিনি জানান, ২০০৫ সালে ময়মনসিংহসহ সারাদেশে একযোগে বোমা হামলায় সম্পৃক্ত জেএমবি প্রধান শাইখ আব্দুর রহমানের প্রধান সহযোগী বাংলা ভাইয়ের মূল আসত্মানা হিসেবে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন দুলস্না ইউনিয়ন ও ফুলবাড়ীয়া থানাধীন রাধাকানাই ইউনিয়ন চিহ্নিত ছিল। উক্ত অঞ্চলে যাতে আর নতুন করে জঙ্গি কার্যক্রম পরিচালিত না হতে পারে সে ব্যাপারে অত্র ব্যাটালিয়নের পক্ষ থেকে উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করি। এছাড়াও গত ২/৩ মাস যাবৎ তৎকালীন জঙ্গি সংক্রানত্ম মামলার পলাতক আসামীদের খোঁজ-খবর নেয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার মামলা নং-৪৭, তাং-১৭/৮/০৫ ধারা-বিস্ফোরক আইনের ৩/৬ তৎসহ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫-১ (ক) (খ) ধারা এর ৩নং আসামী পলাতক জেএমবি সদস্য মেহিদী হাবিব মোঃ রফিক (৩৮) এর খোঁজ পাওয়া যায়। উলেস্নখ্য যে, উক্ত মামলার ১নং ও ২নং আসামী দেশব্যাপী আলোচিত জেএমবির প্রতিষ্ঠাতা ও প্রধান সহকারী যথাক্রমে শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান @ বাংলা ভাই। এছাড়াও তার নাম ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মামলা নং-৪৮, তাং-১৭/৮/০৫ ধারা-বিস্ফোরক আইনের ৩/৪/৬ তৎসহ বিশেষ ক্ষমতা আইনের ১৫-১ (ক) (খ) ধারা এর ২ নং আসামী এবং ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মামলা নং-৪৯, তাং-১৭/৮/০৫ ধারা-বিস্ফোরক আইনের ৩/৪/৬ তৎসহ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫-১ (ক) (খ) ধারা। এ ব্যাপারে আইনগত ব্যবস’া প্রক্রিয়াধীন রয়েছে। জঙ্গি মামলার পলাতক আসামীদের ব্যাপারে গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি আভিযানিক কার্যক্রম দেশব্যাপী অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেটঃ ৫:৫৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৭, ২০১৫