| রাত ১১:৩৪ - শুক্রবার - ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শেরপুরে বাল্যবিবাহ নিরোধ ও নারীর নিরাপত্তা সুরক্ষায় সেমিনার

 

শেরপুর প্রতিনিধি:১৬ সেপ্টেম্বর ২০১৫, বুধবার,
শেরপুরে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে্্য ‘বাল্যবিবাহ নিরোধ ও নারীর নিরাপত্তা : আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর বুধবার শহরের নিউমার্কেট এলাকায় পাতাবাহার খেলাঘর আসর মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর। সেমিনারে মূল প্রবন্ধ উপস’াপন করেন ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প ব্যবস্থাপক সুজিত বনোয়ারী।
এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম। বক্তব্য দেন সহকারি প্রাথমিক শিড়্গা কর্মকর্তা ফারহানা পারভীন, তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুস সালাম, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রম্নহুল আমিন, শিশু সংগঠক মো. মমিনুল ইসলাম প্রমুখ।
মূল প্রবন্ধে সুজিত বনোয়ারী বলেন, দেশে বাল্যবিবাহ ও নারী নির্যাতনের ঘটনা দিনদিন বেড়েই চলেছে। বাল্যবিবাহের কারণে বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। ১২ বছর বয়স হওয়ার আগেই আড়াই শতাংশ কন্যা শিশুর বিয়ে হয়। এমনকি ১০ বছরের আগেও অনেক কন্যা শিশুকে বিয়ে দেওয়া হচ্ছে। প্রায় ৬৫ শতাংশ শিশু ১৫ বছর বয়সে বা তার আগে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয়। বাল্যবিবাহ নিয়ে ২৪ জেলায় পরিচালিত এক জরিপ প্রতিবেদনে এমন চিত্র পাওয়া গেছে। তাই বাল্যবিবাহ বন্ধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। আর এ লড়্গ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং জাতীয় মানবাধিকার কমিশন যৌথ উদ্যোগ নিয়ে দেশব্যাপী ‘১৮ এর আগে বউ নয়’ নামে জনসচেতনতামূলক প্রচারাভিযান কার্যক্রম বাস্তবায়ন করছে।
সেমিনারে শহরের বিপস্নব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের শিড়্গার্থী রাবেয়া তার এলাকায় চারটি বাল্যবিবাহ ঠেকানোর অভিজ্ঞতা এবং শ্রীপুর বাজু চাইল্ড ফোরামের দশম শ্রেণীর এক শিক্ষার্থী দুই বছর আগে নিজের বিয়ে নিজেই ঠেকানোর অভিজ্ঞতা বর্ণনা করে।
স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের সেরা স্বর্ণকিশোরী তুষ্টি বেগম অনুষ্ঠানে উপসি’ত সকলকে বাল্যবিবাহ নিরোধে ভূমিকা রাখতে শপথ বাক্য পাঠ করান।

সর্বশেষ আপডেটঃ ১০:৩২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৬, ২০১৫