| রাত ১১:১৪ - বৃহস্পতিবার - ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ বিভাগ করায় জেলা আওয়ামী লীগের সমাবেশ ও আনন্দ মিছিল

 

স্টাফ রিপোর্টার, ১৬ সেপ্টেম্বর ২০১৫, বুধবার,
মন্ত্রিপরিষদ ও নিকার সভায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা নিয়ে ময়মনসিংহ বিভাগের অনুমোদন করায় আনন্দের বন্যায় ভাসছে ময়মনসিংহবাসী। ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন হওয়ায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শহরের রেলওয়ে কৃষ্ণচুড়া চত্তর থেকে বিশাল সমাবেশ ও আনন্দ মিছিল বের করে। এসময় সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি মজিবুর রহমান খান মিল্কীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নাজিম উদ্দিন, জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, জেলা আওয়ামী লীগ শিক্ষা ও পাঠ চক্রবিষয়ক সম্পাদক মোহিতউর রহমান শান্ত, আহসান মোঃ আজাদ, মুক্তিযোদ্ধা জেলা ডেপুর্টি কমান্ডার জিয়াউল ইসলাম, এড. নুরুজ্জামান খোকন প্রমুখ। সমাবেশ শেষে শহরের রেলওয়ে কৃষ্ণচুড়া চত্তর থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্তর গিয়ে শেষ হয়। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের আদিভূমি, প্রাচীণ ইতিহাসের ধারক ও বাহক উপমহাদেশের অন্যতম বৃহৎ জেলা ময়মনসিংহকে বিভাগ ঘোষণা দেয়ায় সর্বস-রের মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার। বিভাগ ঘোষণার খবর শুনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৯:২৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৬, ২০১৫