| সন্ধ্যা ৬:৩৬ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

শ্রীবরদীতে ওসি’র উদ্যোগে জনস্বার্থে রাস্তায় বাঁশের ব্যারিকেড স্থাপন

শ্রীবরদী প্রতিনিধি,১৬ সেপ্টেম্বর ২০১৫, বুধবারঃ  শ্রীবরদী-শেরপুর সড়কের কুড়িকাহনিয়ার ক্ষতিগ্রস’ বেইলী ব্রীজের পাশে বিচ্ছিন্ন সড়কে দুর্ঘটনার কবল থেকে পথচারীদের রক্ষায় বিকল্প বেইলী ব্রীজের উপরে স্বেচ্ছাশ্রমে নিজ উদ্যোগে বাঁশের ব্যারিকেড তৈরী করে মানুষ মানুষের জন্য এ গল্পের বাস্তব উদাহারণ দিলেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ এস.আলম। জানা যায় প্রায় দীর্ঘদিন যাবত বেইলী ব্রীজটি ভেঙ্গে নতুন ব্রীজের নির্মাণ কাজ করে আসছে সওজ কর্তৃপক্ষ। পথচারীদের যাতায়াতের সুবিধার্থে বিকল্প ব্রীজ তৈরী করা হলেও আগের অংশটুকু বেহাল হয়ে পরে। ফলে তা মরণ ফাঁদে পরিণত হয়। অনেক পথচারী না জেনে সে পথেই যাতায়াতের চেষ্টা চালালে দুর্ঘটনার আশংকা দেখা দেয়। গতকাল বুধবার দুপুরে বিকল্প বেইলী ব্রীজ দিয়ে যাতায়াতকালে এমন মরণ ফাঁদের চিত্র চোখে পরে ওসি এস আলমের। তাৎক্ষনিকভাবেই তিনি ঘটনাস’লে নেমে নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমে জনস্বার্থে রাস-ার দুটি অংশে যাতায়াত বন্ধে বাঁশের ব্যারিকেড তৈরীর উদ্যোগ গ্রহণ করেন। এ প্রসঙ্গে ওসি এস আলম বলেন, জনগণের জানমাল নিরাপত্তার জন্যই পুলিশ, অর্থের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বড়। একটু গণসচেতনতাই রক্ষা করতে পারে মানুষের মূল্যবান জীবন। একজন বিবেকবান মানুষ হিসেবে জনগণের কাছে আমার দায়বদ্ধতা রয়েছে। আর এই দায়বদ্ধতা থেকেই আমি জনস্বার্থে বাঁশের ব্যারিকেড স’াপন করি।

সর্বশেষ আপডেটঃ ৮:২৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৬, ২০১৫