| রাত ৩:৪২ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাকৃবি‘কারিক্যুলাম ইমপ্রুভমেন্ট ফর ফুড ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ’ শীর্ষক কর্মশালা

 

বাকৃবি  সংবাদদাতা,  ১৬ সেপ্টেম্বর ২০১৫, বুধবার,

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে হেকাপ প্রকল্পের আওতায় ‘কারিক্যুলাম ইমপ্রুভমেন্ট ফর ফুড ইঞ্জিনিয়ারিং ডিগ্রী’ শীর্ষক এক কর্মশালা গত (১৬ সেপ্টেম্বর ২০১৫) বুধবার বিশ্ববিদ্যালয় লাইব্রেরির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডীন প্রফেসর মোঃ আব্দুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আফজাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমাদের সকল অনুষদের কোর্স কারিকুলাম আধুনিকায়ন করা এখন সময়ের দাবী। কর্মশালায় গৃহীত সুপারিশমালা ফুড ইঞ্জিনিয়ারিং ডিগ্রী আধুনিকায়নে সহায়ক হবে বলে আমার বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ ইদ্রিস মিয়া, বিশ্ববিদ্যালয় পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. শংকর কুমার রাহা।অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুট্রা এর সহযোগী অধ্যাপক ড. আনিজা ইউসুফ, স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মঞ্জুরম্নল আলম।
কর্মশালায় কোর্স কারিকুলাম আধুনিকায়নের ওপর বিসত্মারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন প্রকল্পের এসপিএম প্রফেসর ড. মোঃ বোরহান উদ্দিন।
দ্বিতীয় পর্বে উন্মুক্ত আলোচনায় বিভাগীয় শিক্ষকবৃন্দ অংশগ্রহণকরেন।

সর্বশেষ আপডেটঃ ৬:১০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৬, ২০১৫