| রাত ১১:১৭ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শহরের ড্রেনের স্ল্যাব না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে ড্রেন থেকে লাখ টাকা মুল্যের মৃত গাভি উদ্ধার

স্টাফ রিপোর্টার, ১৫ সেপ্টেম্বর ২০১৫ঃ ময়মনসিংহ পৌরসভা এলাকার ড্রেনের স্ল্যাব না থাকায় প্রায়ই দুর্ঘটনায় ঘটছে। মাসের পর মাস বছরের পর বছর ভেঙ্গে যাওয়া স্ল্যাব পুনরায় মেরামত ও স’াপন না করায় এসব দুর্ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার শহরের মহারাজা রোড মোড় ড্রেন থেকে লাখ টাকা মুল্যের একটি মৃত গাভি উদ্ধার করার হয়েছে। স’ানীয় ও পৌরসভা সুত্রে জানা যায়, আনুমানিক গত ৭/৮ দিন আগে গাভিটি মহারাজা রোড ও কালিবাড়ী রোড মোড় ইস্পাহানির অফিসের পাশে ডাস্টবিনে খাবার খাওয়ার সময় ৯ ফুট গভীর ড্রেনে পড়ে যায়। ড্রেনের পানি ও কাঁদার পড়ে উপরে উঠতে না পেরে হেটে হেটে ৫’শ গজ দুরে মহারাজা রোড মোড় পর্যন- এসে গাভিটি ড্রেনে আটকে পড়ে। খাবার না খেয়ে শ্বাসরোধ হয়ে গাভিটি মারা যায়। গত ২/৩ দিন আগে মোড় এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স’ানীয় লোকজন পৌরসভাকে খবর দেয়। পৌরসভা গতকাল মঙ্গলবার ব্লোডরেজার দিয়ে মৃত গাভিটিকে উদ্ধার করে। এলাকাবাসী জানায় প্রায়ই মানুষ, গরু ড্রেনে পড়ে দুর্ঘটনা শিকার হচ্ছে। তারা জানান, মানুষ খুন করে উম্মুক্ত গভীর ড্রেনে ফেলে দিলে কেউ টের পাবে না। শহরের স্লাব বিহীন উমু্মক্ত ড্রেনগুলো অবিলম্বে মেরামত করার ভুক্তভোগীরা জানান।

সর্বশেষ আপডেটঃ ৯:১৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৫, ২০১৫