| ভোর ৫:৪৯ - বৃহস্পতিবার - ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে দলিল লিখক সমিতির নির্বাচন দাবীতে সংবাদ সম্মেলন : ভূমি মন্ত্রীর নির্দেশ !

ময়মনসিংহ প্রতিনিধি,১৫ সেপ্টেম্বর ২০১৫ঃ ময়মনসিংহে সদর উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক সমিতির নির্বাচন দাবীতে কার্যালয় এলাকায় সংবাদ সম্মেলন করেছে সাধারন দলিল লিখকরা। মঙ্গলবার দুপুরে নির্বাচন দাবীতে জেলা সাব রেজিষ্টার সাইফুল ইসলাম বরাবরে লিখিত আবেদন জমা দিয়েছেন দলিল লিখকরা।
এ আবেদনে অনিয়ম তদনত্ম করে জেলা সাব রেজিষ্টারকে নির্বাচনী তফসিল ঘোষনার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
পরে এক সংবাদিক সম্মেলনে ১৪৭ জন বৈধ দলিল লিখকের স্বাড়্গরিত অভিযোগে জানাযায়, সর্বশেষ ১৯৯৭সালে দলিল লিখক সমিতির নির্বাচন অনুষ্টিত হয়। এরপর ২০০১ সালে মনগড়া ভাবে একটি পকেট কমিটি করা হয়। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে ওই কমিটি স্বৈরাচারি কায়দায় জোরপূর্বক পদ আটকে রেখে নতুন নতুন নিয়ম জারী করে কোটি কোটি টাকা আত্মস্বাৎ করছে। অথচ প্রতি তিন বছর অনত্মর অনত্মর নির্বাচন দেয়ার নিয়ম রয়েছে। কিন’ বর্তমান কমিটির নেতারা প্রভাব খাটিয়ে নির্বাচন দিচ্ছে না। অবিলম্বে নির্বাচন না দিলে সাধারন দলিল লিখকরা ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান দলিল লিখক তানভীর হোসেন রনি।
এ সময় উপসি’ত ছিলেন ইদ্রিস আলী শেখ, সুকুমার পাল, মনিরম্নজ্জামান, আবুল কালাম আজদসহ প্রায় অর্ধশত দলিল লিখক।

 

সর্বশেষ আপডেটঃ ৮:৩৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৫, ২০১৫