| রাত ১১:৩৪ - শুক্রবার - ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

কটিয়াদীতে বাল্য বিবাহ রোধে কর্মশালায় সংগীতে মাতালেন জেলা প্রসাসক

কটিয়াদী প্রতিনিধি,১৫ সেপ্টেম্বর ২০১৫ঃ  কিশোরগঞ্জের কটিয়াদীতে ইউজেডজিপি প্রজেক্টের আওতায় বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক সচেতনতা মুলক কর্মশালা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ ও কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে দিন ব্যাপী এ কর্মশালা হয়। বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে বিদ্যালয়ের শিড়্গক,ছাত্রী,পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ও একটি অভিযোক বাকা্র খোলা হয়। কর্মশালায় উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহাব আইন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রসাসক জি.এস এম জাফর উলস্নাহ। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরম্নল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) গোলাম জাকারিয়, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম, কটিয়াদী মডেল থানার ওসি আঃ ছালাম, ইউজেটজিপির জেলা ফেসিলেটর মনির হোসেন মজুমদার, কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিড়্গিকা শাহনাজ পারভীন, আওয়ামী লীগ নেতা রবি উলস্নাহ রবি সহ বিদ্যালয় পরিচালা কমিটির সদস্য বৃন্ধ বক্তব্য রাখেন । অনুষ্ঠানে উপসি’ত ছাত্রী ও শিড়্গক বৃন্ধের অনুরোধে প্রধান অতিথি জি.এস এম জাফর উলস্নাহ ও কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার একটি সংগীত পরিবেশন করেন। প্রধান অতিথির গাওয়া সংগীতের মায়াবী স্বুরের মুর্ছনায় উপসি’ত দর্শক ও ছাত্রীরা মুগ্ধ হয় এবং তার সাথে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) গোলাম জাকারিয়া ছাত্রীদের বিনোদন দেবার জন্য ১ টি ম্যাজিক পরিবেশন করে সবাইকে তাক লাগিয়ে দেন। পরে উপসি’ত ছাত্রীরা বাল্য বিবাহকে না এবং তা প্রতিরোধে শপথ নেয়।

সর্বশেষ আপডেটঃ ৮:২৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৫, ২০১৫