নেত্রকোনায় মাতালের কারাদন্ড

নেত্রকোনা প্রতিনিধি ঃ ১৪ সেপ্টেম্বর ২০১৫, সোমবার,
জেলা শহরের বারহাট্টা রোডে মোটরযান শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাংচুর ও মাতলামী করার অপরাধে মোটরযান শ্রমিক বিরবল ঘোষকে(৪৫) সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। তার বাড়ি শহরের চকপাড়ায়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মো. সাদি উর রহিম জাজিদ রোববার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে এ দন্ড দেন।
জানা গেছে, রোববার বিকেলে মোটরযান শ্রমিক বিরবল ঘোষ মদ পান করে জেলা শহরের বারহাট্টা রোডে মোটরযান শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাংচুর, অন্যন্য শ্রমিকদের মারধর এবং অকথ্য ভাষায় গালাগাল করে। খবর পেয়ে পুলিশ তকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যায়। জেলা প্রশাসক তরুণ কানিত্ম শিকদারের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদি উর রহিম জাজিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।
নেত্রকোনা মডেল থানার উপ পরিদর্শক মো. হাফিজুর রহমান জানান, বিরবল মদ পান করে মাতলামী করার অপরাধে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক কারাদন্ড দেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।