| সকাল ১০:০৫ - শুক্রবার - ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৮ই রমজান, ১৪৪৪ হিজরি

মুক্তাগাছায় স্বাস্থ্য সেবা উন্নয়ন কমিটির সাথে সনাকের মতবিনিময় সভা

 

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ১৩ সেপ্টেম্বর ২০১৫,  রোববার,

মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সম্মেলন কক্ষে  আজ রবিবার দুপুরে স্বাস্থ্য সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন ও সমন্বয়ন সাধনের লড়্গে উপজেলা স্বাস্থ্য সেবা উন্নয়ন কমিটির সাথে সচেতন নাগরিক কমিটি -সনাকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত্র সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ্‌ উদ্দিন আহমেদ মুক্তি এমপি। অন্যান্যের মধ্যে মতবিনিময়ে অংশ নেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরিফ, উপজেলা নির্বাহী অফিসার ড. উম্মে আফছারী জহুরা, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাসেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হারুন-অর-রশীদ, মুক্তাগাছা থানার ওসি আবু মোঃ ফজলুল করিম, জাপা নেতা শামসুদ্দিন মাস্টার, সনাক সদস্য অধ্যক্ষ স্বপন কুমার দাস, অধ্যাপক আখতারুজ্জামান, মলিনা রানী দত্ত, সুরুজ আলী, সাংবাদিক মাহবুবুল আলম রতন, টিআইবির কর্মকর্তা করুনা কিশোর চক্রবর্তী, ইকরামুল হক প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৬:৪১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৩, ২০১৫