| দুপুর ১:০৬ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

হোসেনপুরে একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :  ১৩ সেপ্টেম্বর ২০১৫,  রোববার,
হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বীর পাইকশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাঠ কার্যক্রম চলছে একজন শিক্ষক দিয়ে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ৪জন শিক্ষক নিয়োগপ্রাপ্ত শিক্ষকের মধ্যে দুই জন প্রশিক্ষন জনিত কারণে ছুটি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাহার হোসেন তিনি নিয়মিত বিদ্যালয়ে আসেনা। একজন সহকারী শিক্ষক খায়রুন্নাহার শিউলি একাই পাঠদান করে যাচ্ছেন। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ের এমন অচলাবস্থা দেখে অভিভাবক ও এলাকাবাসী রোববার স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ প্রর্দশন করে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সংশিস্নষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান। বিদ্যালয়ের সভাপতি সিরাজ উদ্দিন জানান, দুইজন শিক্ষক প্রশিক্ষনে থাকায় ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে অবহেলার কারণে জুড়াতালি দিয়ে চলছে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোসত্মাফিজুর রহমান জানান, বিদ্যালয়ের অচলাবস্থার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সর্বশেষ আপডেটঃ ৫:৪১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৩, ২০১৫