| রাত ১২:১২ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় নৈশ প্রহরীর হাত-পা বেঁধে ২’শ বস্তা চাল লুট, গ্রেপ্তার-২

 

রফিক বিশ্বাসঃ ১৩ সেপ্টেম্বর ২০১৫, রোববার,

ময়মনসিংহের তারাকান্দায় রাইস মিলের নৈশ প্রহরীর হাত-পা বেঁধে ট্রাক বোঝাই করে ২শ বস্তা চাল লুট করেছে দুর্বৃত্তরা । জানা গেছে, ময়মনসিংহের সদর উপজেলার রঘুরামপুর গ্রামের হাবিবুর রহমান এ বছর ১৫ জুন তারাকান্দা-উপজেলার মোজাহারদী গ্রামের তাওহিদ তালুকদারের মালিকানাধীন মেসার্স মাস্টার অটো রাইস মিল ভাড়া নেয়। হাবিবুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় মিলের নৈশ প্রহরী ওসমান গণি (৬০) অবস্থান করে। গত মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা ট্রাক নিয়ে মিলে প্রবেশ করে নৈশ প্রহরীর হাত-পা বেঁধে ফেলে রাখে। পরে মিলের তালা ভেঙ্গে (৫০ কেজি ওজনের) ১শ ৯৬ বস্তা চাল লুট করে ট্রাক যোগে পালিয়ে যায়। এ ব্যাপারে অজ্ঞাত আসামী করে তারাকান্দা থানায় মামলা দায়ের করেছেন ব্যাবসায়ী হাবিবুর রহমান। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আলী আহম্মদ মোল্লা বলেন, এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে মোজাহারদী গ্রামের মফিজ উদ্দিনের পুত্র আনোয়ার হোসেন ওরফে হক মিয়া (৩৫) ও ময়মনসিংহ কোতোয়ালী থানার ভাটিবারেরা গ্রামের আব্দুল বারেকের পুত্র মকবুল হোসেনকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৫:২০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৩, ২০১৫