| রাত ১১:০১ - বৃহস্পতিবার - ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

‘পুলিশে ৫০ হাজার জনবল বাড়ানো হবে’

অনলাইন ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার,

পুলিশ প্রশাসনে শিগগিরই আরো ৫০ হাজার জনবল বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। বলেছেন, দেশের জনসংখ্যার তুলনায় পুলিশে জনবল সংকট রয়েছে। তাই পুলিশ প্রশাসনে শিগগিরই আরো ৫০ হাজার জনবল বৃদ্ধি করা হচ্ছে। চট্টগ্রামেও পুলিশের জনবল বাড়ানো হবে । শনিবার দুপুর ১ টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতা, দেশপ্রেম ও যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সর্বক্ষেত্রে শেখ হাসিনা মানুষে এত কাছাকাছি পৌঁছে গেছেন যে তা আজ বিশ্ব স্বীকৃত। শেখ হাসিনা ২০০৮ সালে বলেছিলেন বাংলাদেশ বদলে দেবেন। সত্যিই তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলেছিলেন। তিনি ঠিকই দেশকে আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন। তাঁর যোগ্য নেতৃত্বে দেশ আজ মধ্যআয়ের দেশে পরিণত হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মেজবাহ্ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাতকানিয়া-লোহাগাড়ার এমপি অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, চন্দনাইশের এমপি নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো. ফিজনূর রহমান, চট্টগ্রাম দ. জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম ইদ্রিস, এড. একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দীন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এমএ মোতালেব সিআইপি, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আখতার আহমদ সিকদার, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম ও কমিউনিটি পুলিশিং লোহাগাড়া উপজেলা কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী প্রমুখ

সর্বশেষ আপডেটঃ ১০:২৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১২, ২০১৫