| রাত ১১:৩৩ - শুক্রবার - ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জে নৌকা বাইচে লাখো মানুষের ঢল

সিম্মী আহাম্মেদ, কিশোরগঞ্জ,১২ সেপ্টেম্বর ২০১৫, শনিবারঃ  কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের উদ্যোগে শনিবার বিকালে উপজেলার চাঁদের হাসি গ্রামের কোরবানির বিলে আয়োজন করা হয় এই নৌকা বাইচ। বিভিন্ন হাওর উপজেলার ৯টি নৌকা এই বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। নৌকা বাইচ উপভোগ করার জন্য বিভিন্ন উপজেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে প্রায় লক্ষাধিক দর্শক দুপুরের আগেই সংলগ্ন হাওর ও চাঁদের হাসি গ্রামে ভীড় জমান। উৎসবমুখর পরিবেশে তারা মনোরম এ নৌকা বাইচ উপভোগ করেন। নৌকা বাইচ কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের বেগের সভাপতিত্বে আয়োজিত নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ। এসময় আরো উপসি’ত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এম.এ রশিদ, ভারপ্রপ্ত উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, জেলা মুক্তিযুদ্ধ যুব কমান্ডের আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু প্রমুখ।
প্রতিযোগিতায় প্রথম হওয়া নিকলীর আলী হোসেনের নৌকাকে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ, দ্বিতীয় হওয়া নিকলীর ফজলুর রহমানের নৌকাকে একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন ও তৃতীয় হওয়া নিকলীর কারার বোরহান উদ্দিনের নৌকাকে একটি ১৭ ইঞ্চি রঙিন টেলিভিশন দেয়া হয়। এছাড়া অন্য প্রতিযোগিদের প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে শান্তনা পুরস্কার দেয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৭:৪৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১২, ২০১৫