শনিবার সারাদেশে মানববন্ধনের ডাক

অনলাইন ডেস্ক, ১১ সেপ্টেম্বর, ২০১৫, শুক্রবার,
ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালের শিক্ষার্থীরা শনিবার সকাল ১১টা পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করেছে। সেই সঙ্গে শনিবার সারাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এরপরও যদি সরকার দাবি না মানেন তাহলে সারাদেশে আন্দোলন আরো তীব্রতর করার ঘোষণা দেয়া হয়েছে। টানা দুই দিন আন্দোলন শেষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি হতে এ কর্মসূচি ঘোষণা দেন বেসরকারি বিশ্ববিদ্যালের শিক্ষার্থীরা।