কটিয়াদীতে শিল্পী ফিরোজা বেগমের স্মরনে সংগীতানুষ্ঠান

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা, ১১ সেপ্টেম্বর, ২০১৫, শুক্রবার
কিশোরগঞ্জের কটিয়াদীতে নজরম্নল সংগীতের কিংবদনিৱ শিল্পী ফিরোজা বেগমের ২য় মৃত্যু বার্ষিকী উপলৰে সংগীতানুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার রাত ব্যাপী জালালপুর ইউপি ঝাকালিয়া গ্রামে (আতিকুর রহমান লিটনের বাড়িতে) উক্ত অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, শিল্পী টিপু সুলতান, স্বপন ধর, কায়সার হোসেন মানিক, আতিকুর রহমান লিটন, হাবিবুর রহমান, সামসুল আলম। এ সময় উপসি’ত ছিলেন, অবঃ সেনা সদস্য এমএ কাদের, কবি ছাদেকুল ইসলাম, কটিয়াদী প্রতিনিধি মোঃ ছিদ্দিক মিয়া, সাংবাদিক ছাইদুর রহমান নাঈম, অনুষ্ঠানে শিল্পীদের মায়াবী সুরের মুর্ছনায় উপসি’ত দর্শকবৃন্ধ মুগ্ধ হয়।