মাদকসেবীদের বাধা দেয়ায় যুবককে পুড়িয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে | ১১ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার,
মাদকসেবীদের বাধা দেয়ায় কিশোরগঞ্জে হাত-পা বেঁধে গায়ে আগুন দিয়ে শামীম (১৮) নামে এক যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রামের কয়েক বখাটে শামীমদের বাড়ির কাছে নিন্দু মিয়ার মাছের খামারে বসে নিয়মিত নেশা করত। এতে বাধা দেয়ায় বেশ কয়েকবার শামীমের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। বুধবার তাদের কয়েকজনের সঙ্গে শামীমের হাতাহাতিও হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় শামীম ইজি বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় স্থানীয় শফিক, জনি, আল আমিন ও আরও একজন তাকে ডেকে ওই খামারে নিয়ে যায়। সেখানে তারা তাকে হাত-পা বেঁধে গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে চলে যায়। পরে শামীমকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়। শামীম সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমআটি শিবপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি অটোরিকশা চালাতেন। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, শুক্রবার সকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে আমরা হত্যাকাণ্ডে জড়িতদের আটক করার চেষ্টা করছি।