লবণ নিয়ে বাড়ি ফেরা হলো না তাসলিমার

আ. জব্বার, ফুলবাড়িয়া,১০ সেপ্টেম্বর, ২০১৫, বৃহস্পতিবার: বাড়ীতে রান্না করার লবণ নেই, বাবা ভ্যান নিয়ে রাসত্মায় কিন্তু রাতের খাবার খেতে হলে লবণ যে লাগবেই। অন্ধকার আসার আগেই লবণ নিয়ে আসার নির্দেশ দিলেন মা। আকাশে কালো মেঘ জমে আছে, তালতলা বাজারও কাছে। দৌড়ে গেল অবুঝ তাসলিমা বাজারে লবণের প্যাকেট নিয়েই আবার দৌড়, কিন’ দৌড় দিয়ে আর বাড়ী পর্যনত্ম যেতে পারেনি প্রথম শ্রেণীতে পড়-য়া তাসলিমা। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত। খালি গায়ে তাসলিমা মিন্টু মাস্টারের ফিসারীর পাড়ে যেতেই বিকট শব্দে বজ্রপাত। প্রত্যড়্গদর্শীরা জানান তাসলিমার হাতে থাকা লবণ ছিন্নবিন্ন হয়ে পড়ে রয়েছে। মা চিৎকার দিয়ে বেরম্নলেও তার আদরের সনত্মান উঠতি বয়সের তাসলিমা কে আর রড়্গা করতে পারেনি। বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। আকস্মিক এ মৃত্যুতে সত্মম্ভিত ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাক্তা ইউনিয়নের শ্রীপুর তালতলাবাসী।
সে ভ্যান চালক মুঞ্জুরম্নল ইসলামের মেয়ে এবং গাড়াবেড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী বলে পরিবার সূত্রে জানায়।