| সকাল ৭:০৮ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কবি নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদাহানীর প্রতিবাদে কর্মবিরতি অব্যাহত

এইচ.এম জোবায়ের হোসাইন, ১০ সেপ্টেম্বর,  ২০১৫, বৃহস্পতিবার,
৮ম জাতীয় বেতন স্কেলে কাঠামোতে শিক্ষকদের মর্যাদাহানির প্রতিবাদে ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলের দাবীতে অব্যাহত কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবারও পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে ময়মনসিংহের ত্রিশালে অবসি’ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা।  গত ৮ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ঘোষিত ২দিন ব্যাপী পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের ৩য় দিন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কোন অনুষদে ক্লাস, মিডটার্ম পরীক্ষা ও সেমিষ্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
এ সময় উপসি’ত ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোলস্না আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক তপন কুমার সরকার প্রমূখ।

কবি নজরম্নল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোলস্না আমিনুল ইসলাম জানান, বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত নতুন কর্মসূচী প্রত্যাখ্যান করে জাতীয় কবি কাজী নজরম্নল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আগামী রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে।  উলেস্নখ্য; বাংলাদেশ পাবিলক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত নতুন কর্মসূচী রোববার সকাল থেকে দুপুর ১টা পর্যনত্ম অর্ধ দিবস কর্মবিরতি পালন ও নির্ধারিত পরীড়্গা সমূহ কর্মবিরতির আওতামুক্ত হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচী প্রত্যাখ্যান করে আগামী রোববার আবারো পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে।

সর্বশেষ আপডেটঃ ৫:৪৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১০, ২০১৫