পানির ওপর দিয়ে ১২৫ মিটার দৌড়ালেন শি লিলিয়াং

অনলাইন ডেস্ক, ১০ সেপ্টেম্বর, ২০১৫, বৃহস্পতিবার,
তিনি ভিক্ষু৷ কিন্তু ধর্ম প্রচারের জন্য নয়, শি লিলিয়াংকে সারা বিশ্ব চিনেছে পানির ওপর দিয়ে দৌড়ানোর অবিশ্বাস্য ক্ষমতার জন্য৷ পানির ওপর দিয়ে দৌড়ানোর নতুন রেকর্ড গড়েছেন তিনি!
শাওলিন মন্দির বা মন্দিরের ৮০টি স্কুলের ভিক্ষু এবং শিক্ষার্থীদের কুংফু জানা স্বাভাবিক৷ তবে শি লিলিয়ান পানিতে দৌড়াতেও পারেন৷ পানির ওপরে পা রাখার জন্য প্রথমে কতগুলো প্লাইউডের বোর্ড বিছিয়ে নেন, তারপর শুরু করেন দৌড়৷ এভাবে তাঁর ১২৫ মিটার পার হওয়ার দৃশ্য সারা বিশ্বের মানুষ দেখেছেন ইউটিউবে ৷ ভিডিওটি এ পর্যন্ত ৪৫ লক্ষ বার দেখা হয়েছে ।
সুত্রঃ ডয়েচে ভেলে