| সন্ধ্যা ৬:৫১ - রবিবার - ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৩রা রমজান, ১৪৪৪ হিজরি

মুক্তাগাছায় ওপেন হাউজ ডে মতবিনিময় সভায়-পুলিশ সুপার

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ০৯ সেপ্টেম্বর, ২০১৫, বুধবার,

পুলিশই জনতা, জনতাই পুলিশ, এ শ্লোগানকে সামনে রেখে আজ বুধবার মুক্তাগাছা থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মঈনুল হক। অফিসার ইনর্চাজ আবু মোঃ ফজলুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, ইউএনও ড. উম্মে আফসারী জহুরা, এএসপি সার্কেল শাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম, কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক শামছুদ্দিন মাষ্টার, ওয়ার্ল্ডভিশন কর্মকর্তা ডোনাল দেবাশীষ ডন, কাউন্সিলর রিয়াজ উদ্দিন সিরাজ প্রমূখ। সভায় উপজেলার ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ বিপুল সংখ্যক সুধীজন অংশ নেন। সভায় মাদক, জুয়া, ইফটিজিং, ডলার প্রতারণা, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধের সামাজিক আন্দোলনের গুরম্নত্বারোপ করা হয়।

সর্বশেষ আপডেটঃ ১১:২০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৯, ২০১৫