| রাত ১১:১৩ - বৃহস্পতিবার - ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

কিশোরগঞ্জ ডিসি অফিসকে দুর্নীতিমুক্ত করার অঙ্গিকার করলেন ডিসি

 

কিশোরগঞ্জ প্রতিনিধি, ০৯ সেপ্টেম্বর, ২০১৫, বুধবার,
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়কে দুর্নীতিমুক্ত করার অঙ্গিকার করেছেন জেলা প্রশাসক জিএসএম জাফরউলস্নাহ্‌। আজ বুধবার সকালে কালেক্টরেট সম্মেলন কৰে আয়োজিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই অঙ্গিকার করেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যৰ গোলাম মোরশেদের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার। নাসিম আনোয়ার তার বক্তৃতায় বলেন, দুর্নীতি দমনে দুদক যে আইনী প্রক্রিয়া অনুসরণ করে কেবল তাতে দুর্নীতি কমানো সম্ভব নয়। এর জন্যে আমাদের মানসিকতার আমূল পরিবর্তন দরকার। দুর্নীতির বিরম্নদ্ধে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি দেশপ্রেম, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে। তিনি আরো বলেন, সরকার জবাবদিহিতামূলক সামাজিক অবস্থা তৈরির জন্য তথ্য অধিকার আইন করেছেন। তথ্য অধিকার আইনের ফলে অবাধ তথ্য প্রবাহের সুযোগ সৃষ্টি হয়েছে। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামিল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিৰা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঁইয়া, দুদক ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুর রহমান, অধ্যৰ রফিকুল ইসলাম খান, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা প্রেসক্লাবের সভাপতি মোসৱফা কামাল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা শিৰা কর্মকর্তা মো. আবদুছ ছামাদ, ডা. সুলতানা রাজিয়া, এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিৰক শাহনাজ কবীর প্রমুখ আলোচনায় অংশ নেন। এ সময় জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তারা উপসি’ত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৮:১৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৯, ২০১৫