| দুপুর ২:৪৬ - শনিবার - ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত ৫ দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু

এএইচএম মোতালেবঃ ০৮ সেপ্টেম্বর, ২০১৫ মঙ্গলবার, 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ব্রিট কর্তৃক আয়োজিত ৫দিন ব্যাপী (৬-১০ সেপ্টেম্বর ২০১৫) দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ আজ মঙ্গলবার থেকে দিনাজপুর হলরুমে শুরু হয়েছে। রিজিওন্যাল ফিল্ড ডিরেক্টর ডা: গ্লোরিয়াস দাস এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক, মীর খায়রুল আলম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী পরিচালক নিতাই দে সরকার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কমকর্তা মো: হাম্মাদুল বাক্কী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার জাকির হোসেন ও ওয়ার্ল্ড ভিশনের বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয়কারী বলরাম তপাদার , প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস ।
জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, পরিবার ভিত্তিক দুর্যোগ প্রস’তি নিতে হবে এবং সকলের সাথে সমন্বয় রেখে চলতে হবে। এছাড়া সামাজিক ও পারিবারিক বন্ধন বৃদ্ধি করার জন্য আহবান জানান। সমাজ সেবায় মনোভাব পরিবর্তন করা এবং স্বেচ্ছাশ্রমে মানুষের সেবা করার প্রতি গুরুত্ব আপরূপ করেন।
প্রশিক্ষণে দিনাজপুর পৌর এলাকার ৫০জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে সকল অনুষ্ঠানে পরিচালনা করেন ।

সর্বশেষ আপডেটঃ ১০:১৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৮, ২০১৫