| সন্ধ্যা ৬:১০ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

শেরপুরে শিশু শ্রম শিশু নির্যাতন ও বাল্য বিয়ে বন্ধের দাবীতে শোভাযাত্রা

 
শেরপুর প্রতিনিধি: ০৭ সেপ্টেম্বর, ২০১৫ সোমবার,

শিশু শ্রম, শিশু নির্যাতন ও বাল্য বিয়ে বন্ধের দাবীতে আজ ৭ সেপ্টেম্বর সোমবার শেরপুরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে শিশু অধিকার, শেরপুরের আয়োজনে শহরের সজবরখিলাস’ সংগঠনের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বিশিষ্ট সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া, রত্নগর্ভাগ্রামার স্কুলের সেক্রেটারী এস. এম. এনামুল হক মির্জু, স্বেচ্ছাসেবী প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্ নির্বাহী পরিচালক মো.মুগনিউর রহমান মনি, সমাজ সেবক মো. সাইফুল ইসলাম লিটন, সংগঠনের সভাপতি আকাশ রহমান আকন্দ, সাধারণ সম্পাদক সোলায়মান হোসাইনসহ শিশু-কিশোররা অংশ গ্রহণ করেন। শোভাযাত্রা শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম ও পুলিশ সুপার মো. মেহেদুল করিমের কাছে শিশু অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট প্রদান করেন।

সর্বশেষ আপডেটঃ ৯:০১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৭, ২০১৫