| সকাল ৬:৪৭ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পুর্বধলা রাবেয়া আলী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দুর্নীতির অভিযোগ সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫ সোমবার,
পূর্বধলা উপজেলার রাবেয়া আলী মহিলা ডিগ্রী কলেজের অধ্যড়্গ মোঃ আতিকুর রহমানকে দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৩০ আগস্ট রোববার কলেজ পরিচালনা কমিটির সভাপতি তরুন কুমার রায়ের সভাপতিত্বে সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। একই সভায় উপাধ্যক্ষ মোঃ আবু রায়হান রফিকুল ইসলামকেও ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব থেকে সরিয়ে জ্যেষ্ঠতা লংঘন করে কলেজের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ তালুকদারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে গত ২৯ মে অনিয়মের অভিযোগ এনে অধ্যক্ষ মোঃ আতিকুর রহমানকে আত্মপড়্গ সমর্থনের সুযোগ না দিয়ে কলেজ পরিচালনা পরিষদ তাকে কর্মবিরতি দেয়। পরবর্তীতে ৫জুলাই এর সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ১২ জুলাই তাকে দায়িত্ব হতে অব্যাহতি পত্র দেয়। এর প্রেড়্গিতে গত ১৮ আগস্ট অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান কলেজ পরিচালনা পরিষদকে বিবাদী করে মিথ্যা অভিযোগ ও নিয়মবর্হিভুত কর্মকান্ডের প্রতিকার চেয়ে বিজ্ঞ পূর্বধলা সহকারী জজ আদালত মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত বিবাদীদেরকে ৩ দিনের মধ্যে জবাব দেয়ার জন্য শোকজ নোটিশ প্রদান করেন । আদালতের শোকজ নোটিশের জবাব না দিয়ে বিবাদী পক্ষ তড়িঘড়ি করে গত ৩০ আগস্ট সাধারণ সভা ডেকে অধ্যড়্গ মোঃ আতিকুর রহমানকে দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করে এবং একই সভায় গত ৫ জুলাই এর অব্যাহতি প্রদানের সিদ্ধানত্ম সংশোধনী আনয়ন করেন।
অধ্যড়্গ মোঃ আতিকুর রহমান বলেন, কলেজের প্রশাসনিক ও নানাবিধ কাজ নিয়ে সভাপতি ও কতিপয় সদস্যদের সঙ্গে মতপার্থক্য থাকায় আমাকে বে-আইনীভাবে কর্মবিরতি, অব্যাহতি ও সাময়িকভাবে বরখাসত্ম করা হয়েছে। তিনি বলেন, আমাকে যে কোন ভাবে কলেজ থেকে সরিয়ে দেয়ার উদ্দেশ্যে এহেন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন তারা। কলেজ পরিচালনা কমিটির সভাপতি তরম্নন কুমার রায় বলেন, অধ্যক্ষ মোঃ আতিকুর রহমানকে দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত এবং সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ তালুকদারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৭:৪৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৭, ২০১৫