| সকাল ১১:৫২ - সোমবার - ২১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

নিকলীতে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু

 

খাইরুল মোমেন স্বপন, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ০৭ সেপ্টেম্বর, ২০১৫ সোমবার,

নিকলী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায়, বেসিস/আইসিটি’র আয়োজনে সোমবার সকাল ১০টা থেকে নিকলী জিসি মডেল উচ্চ বিদ্যালয়ে ২দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫ শুরুু হয়েছে। সদ্য দায়িত্বপ্রাপ্ত কিশোরগঞ্জ জেলা প্রশাসক জিএসএম জাফর উলস্নাহ মেলার উদ্বোধন করেন। মেলায় সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ২৩টি ষ্টল অংশ গ্রহন করে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার ও সুফল দর্শনার্থীদের সামনে উপস’াপন করেন। নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলম জানান, ডিজিটালাইজড বাংলাদেশ গড়তে প্রতি বছরের মতো এবারও ডিজিটাল মেলার আয়োজন করা। এবার সাথে ইন্টারনেট সেবার বিষয়টি যুক্ত হয়েছে। এরকম উদ্যোগে ছাত্র-ছাত্রী সহ সকল শ্রেণির মানুষ এই সেবার আওতায় আসবে এবং বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবে। এই মেলা সরকারের সেই পদড়্গেপেরই অংশ বিশেষ। মেলায় উপসি’ত দর্শনার্থীদের মধ্যে অনেকে বিদ্যালয়ের ফেটে যাওয়া ঝুঁকিপূর্ণ ৩তলা ভবনে মেলার আয়োজনে উদ্যোক্তাদের অদূরদর্শীতা বলে আড়্গেপ করেন।

সর্বশেষ আপডেটঃ ৬:৪৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৭, ২০১৫