| রাত ১০:৪১ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে দুই পক্ষের বন্দুকযুদ্ধে রিক্সারোহী নিহত, আহত ১০

কিশোরগঞ্জ  জেলা ও বাজিতপুর  প্রতিনিধি, ০৬ সেপ্টেম্বর ২০১৫, রোববার,
কিশোরগঞ্জের বাজিতপুরে পুকুরের মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের বন্দুকযুদ্ধে লায়েছ মিয়া (৬০) নামে এক রিক্সারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অত্মত ১০ জন। আহতদের মধ্যে রিক্সাচালক রফিক (৩২), গিয়াস উদ্দিন (৪৫), মো. করিম (২২) ও দীন ইসলাম (২২) নামের চারজনকে বাজিতপুর জহুরম্নল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকাল ৫টার দিকে উপজেলার সরারচর ইউনিয়নের পুরানগাও এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরারচর বাজারের ব্যবসায়ী ধনু মিয়ার ছেলে সোহেলের পুকুরে পুরানগাঁওয়ের ফারম্নক মাছ চুরি করায় তাকে ধরে পুকুরের মালিক পড়্গের লোকজন মারপিট করে। মারপিটের ঘটনাটি গ্রামে ছড়িয়ে পড়লে পুরানগাওয়ের আলমগীর ও বাতেনের নেতৃত্বাধীন গ্রম্নপের সাথে সোহেলের গ্রম্নপের সংঘর্ষ হয়। এদিকে সরারচর ইউনিয়নের বেকী চন্দ্রগ্রামের লায়েছ মিয়া তার মেয়েকে আনার জন্য পুরানগাও গ্রামের তার বিয়াই গিয়াসউদ্দিনসহ মেয়ের বাড়ীতে যাচ্ছিল। পথে পুরানগাও হাজী মার্কেটের নিকট তাদের রিক্সাটি যাওয়ার পর তারা দুই পক্ষের বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে গিয়ে লায়েছ মিয়া মাথায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে। এ সময় রিক্সাচালক রফিক ও লায়েছ মিয়ার বিয়াই গিয়াস উদ্দিনও গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাদের বাজিতপুর জহুরম্নল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক লায়েছ মিয়াকে মৃত ঘোষণা করেন।

 

সর্বশেষ আপডেটঃ ৮:৩০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৬, ২০১৫