| সকাল ৭:০০ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ত্রিশালে শ্রী কৃষ্ণের আবির্ভাব উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত

ত্রিশাল অফিস : ময়মনসিংহের ত্রিশালে গতকাল শনিবার পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন উপলড়্গে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কেন্দ্রীয় মহাশ্মশান ঘাট ত্রিশালের আয়োজনে ৩দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদড়্গিণ পূনরায় কেন্দ্রীয় মাহশ্মশান ঘাটে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম কেন্দ্রীয় শ্মশান ঘাটের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুভাষ চন্দ্র বৈরাগীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ত্রিশাল উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ সভাপতি রবীন্দ্র চন্দ্র রায়, কুলেশ্বরী মন্দিরের সভাপতি রাখাল চন্দ্র পাল, সুশিল চন্দ্র দাস, প্রকাশ দে, কবি নজরম্নল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি পলাশ চন্দ রায়, সুভাস চন্দ্র কর্মকার, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক সজীব গোপ, সদস্য সচিব সুজন চন্দ্র আচার্য্য প্রমূখ। অপরদিকে কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মন্দিরের আয়োজনেও র‌্যালী অনুষ্ঠিত হয়।

সর্বশেষ আপডেটঃ ৮:০৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৫, ২০১৫