| সকাল ৮:২৭ - রবিবার - ২১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

 

দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি: ০৫ সেপ্টেম্বর ২০১৫, শনিবার,
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পূঁজা উদ্‌যাপন কমিটির আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয় শনিবার।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল কৃষ্ণ পূজা, গীতা পাঠ শেষে উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত সনাতন ধর্মালম্বীদের অংশগ্রহনে শ্রী শ্রী দশভূজা মন্দির প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মন্দির প্রাঙ্গনে উপজেলা পূঁজা উদ্‌যাপন কমিটির সভাপতি এডভোকেট অরবিন্দু শেখর রায় এর সভাপতিত্বে শ্রীকৃষ্ণের জীবনীর উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস,বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) মোহাম্মদ মোকলেছুর রহমান, পৌর মেয়র শ, ম, জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, সাইদুল হোসেন আকঞ্জি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ওসি রেজাউল করিম, সাবেক পৌর মেয়র শুভেন্দু সরকার পিন্টু, প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়া, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি খুশী মোহন সাহা, সাধারন সম্পাদক প্রবীন রাজনীতিবীদ বাবু দূর্গাপ্রসাদ তেওয়ারী, উপজেলা পূঁজা উদ্‌যাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, মন্দির কমিটির সদস্য বাবু বিমল কৃষ্ণ রায়, বিশিষ্ট ব্যাবসায়ী রনজিত সেন, বাসুদেব সাহা প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক ধ্রুব সরকার প্রমুখ। আলোচনা শেষে লীলা কীর্তন ও প্রসাদ বিতরন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৫:০৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৫, ২০১৫