| সকাল ৭:১০ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

১৫ সেপ্টেম্বর থেকে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট

অনলাইন ডেস্ক :  ০৩ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার,

ঈদুল আজহাকে সামনে রেখে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। আর ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিক্রি হবে ফিরতি টিকিট। বৃহস্পতিবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী মুজিবুল হক এ তথ্য জানান।

মন্ত্রী জানান, এবার যাত্রীরা পাঁচ দিনের আগাম টিকেট কিনতে পারবেন। ১৫ সেপ্টেম্বর পাওয়া যাবে ২০ সেপ্টেম্বরের ট্রেনের টিকেট; ১৬ সেপ্টেম্বর বিক্রি হবে ২১ সেপ্টেম্বরের টিকেট। একইভাবে ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর যথাক্রমে ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বরের টিকেট বিক্রি করবে রেল কর্তৃপক্ষ।  ঈদের পর রাজশাহী, খুলনা, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকেও ফিরতি যাত্রার অগ্রিম টিকেট পাওয়া যাবে। ২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর পাওয়া যাবে যথাক্রমে ২৭, ২৮, ২৯, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবরের টিকেট।

রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম জানান, প্রতিবারের মতো এবারও প্রতিদিন সকাল নয়টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। বিক্রি করা আগাম টিকিট ফেরত দেওয়া যাবে না।

সর্বশেষ আপডেটঃ ৫:৪৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৩, ২০১৫