| রাত ১:৩৪ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

অনলাইন ডেস্ক : ২ সেপ্টেম্বর ২০১৫, বুধবার,

ফরিদপুর জেলার সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬৫ জন। উপজেলার গেরদা ইউনিয়নের জামতলা এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোমুখি সংঘর্ষে উভয় বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাস দু’টি দ্রুত গতিতে থাকায় যাত্রীদের অধিকাংশই মারাত্মক আহত হন। এসময় ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৭:০০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০২, ২০১৫